তোমাকে ক্ষমা করলে
প্রথম থেকে আবার ভালোবাসতে হবে,
যা এখন আর সম্ভব নয়।
তোমাকে ক্ষমা করলে
সস্তায় মোড়ের দোকান থেকে
কয়েকটি কলি ঝরা গোলাপ নিয়ে দাড়িয়ে থাকতে হবে।
আর শীতের সকালে মখমলের কম্বল ছেড়ে তোমার কাছে ছুটে যেতে হবে বাধ্য শালিকের মত।
এখন আর সেই সময় আমার নেই।


তোমাকে ক্ষমা করলে
নিয়ম করে মান ভাঙ্গাতে হবে,
দু-বেলা ঝগড়া করে না খেয়ে থাকার কোন মানে হয় না তোমার জন্য।
তোমাকে ক্ষমা করলে
রাত জেগে মিথ্যে কাহিনী শুনতে হবে,
এখন এতো আবেগ নেই আমার।


আমি জানি তোমাকে ক্ষমা করলে
আবার আমাদের মেলামেশা শুরু হবে,
ভালোবাসার ঘনত্ব বাড়বে,
কিন্তু শেষমেশ হারাতে হবেই।
তাই তোমাকে শেষ ক্ষমা করা হলো না।