রক্ত ক্রমশই উত্তপ্ত হচ্ছে
শরীরে প্রচন্ড জ্বর, চোঁখে মুখে নেশা
যাদের শরীরে মৃত কোষ বেশি তাদের এ জ্বর হয় না ৷
হে সংগ্রামী জনতা, এন্টিবায়োটিক প্রস্তুত কর,
আমিও তোমাদের দলের একজন ৷
যার প্রতিটি ফোঁটায় থাকবে জালিমের, পাপিষ্ঠের
মত ঐ জ্বর নাশের তৃব্য প্রতিবাদ ৷
আমি আর সহ্য করতে পারছি না জ্বালা !
হে বিদ্রোহী ঔষুধ,
যুগে যুগে তুমি করেছ জ্বালা দমন
স্মরণ কর অতীতের ঔষুধী বৃক্ষকে ৷
খুজে বের কর জ্বরে আক্রান্ত যুবকদের,
তাদের সমস্ত উত্তপ্ত রক্ত এক করে
প্রস্তুত কর মুক্তির নির্যাস
শরীরকে ঘামিয়ে তোলো
তবেইতো মাথা ঝুকে হার মানবে জ্বর ৷