কি খোয়ালাম অবহেলায়
কার বিরহে এতো দহন,
যায় ঝরে ফুল, নদী ভাঙ্গে কুল
কার সকাসে হচ্ছে তুমুল রক্ত ক্ষরণ।
যার কারণে বিরহী মন
সে কি বোঝে নীরব ভাষা
যার খেয়ালে যখন তখন শর্ত পূরণ
সে কি বোঝে মনের আশা!
কি খোয়ালাম আমি জানি, শুধু আমি
এক জীবনের সবটুকু সুখ
নিয়তির কাছে হেরে গেলাম
ভাগ্য আমার চির বৈমুখ।