কোনঠাসা কফিন, আমার দেহ খোজে
অন্তরবাসী, সে কি তার অর্থ বোঝে!
আত্মা চায় বেপরোয়া সুখ
বাতাসে লুকাতে চায় মুখ।
এ যে পাথরের মধ্যে জল খোজা
কে মানে কেউ মানেনা, জীবন একটা বোঝা।
তুমি পেয়ে পূর্ণ স্বাধীনতা
করেছো অস্বীকার তা,
তোমার কাধে ছিল দায়িত্ব শত
অবহেলায় হয়েছে দিন গত।
যাবার সময় নিয়ে যাবে কি?
জবাবে বলো, পরপারে গিয়েতো দেখি!
রেখেছো কি তোমার স্বাদের ভবে
আস্তানা গেড়েছিলে যেখানে সবে।
বয়স বাড়ল অবুজ রইলে তবু
তোমাদের বুঝ হলোনা কভু।
ললাটে চপাট মারি আপসোস করি
জীবনটা গেল অঝোরে ঝরি।