একটি প্রেমপত্র লিখেছি
প্রতিটি শব্দে অনুভূতি একেছি
ঠিক যেন চিত্রলেখা।
বেদনায় ভিজিয়েছি অক্ষর
যাতে সে মন পর্যন্ত পৌছে।
চাদ, ফুল এমনকি সাগরের উপমাতে নয়
খুব সাধারণ সাজে সাজিয়েছি পত্র,
কেননা আমি সাধারণ, খুব সাধারণ প্রেমিক।
        যা কিছু যায় না বলা মুখে
        চোখ ও যা পারেনা লজ্জায়
        শব্দের মাঝে গুজে দিয়েছি
        পড়ে নিও প্রিয়তম।
হয়তো তোমার বাড়ির আঙ্গিনা খুজলে
আমার পাঠানো পত্রের ছিন্নভিন্ন দেহ পাব!
প্রেম যদি অমর হয়
প্রেমের বাহন কি করে মরবে বলো?
সেদিক থেকে বিচার করলে
আমি একটি মৃত্যুঞ্জয়ী পত্র পাঠাব।
অবাক হওয়ার কিছু নেই!
তোমাকে ভালোবাসি পত্রের কোথাও পাবে না
একদিন একটা পত্র তুমি পাবেই, মিলিয়ে নিও।
পাঠাব পত্র নিয়ে যাবে চিল
শেষ পাতায় লিখে দিব "ইতি অন্তনীল"।