অাধারের মাঝে শোভাপায় যারে
অামি সেই সন্ধা তারার মত, চিনেছে যে অামায়
অামি তার হতে দুরে রাখি অাপনারে।
যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অারেক অামি
জীবনের দামে কিনেছি এই বিষন্ন অামারে!


তোমার অবহেলায় হয়েছি পরিপূর্ণ মানুষ
তাই সহানুভূতি পেয়ে মনুষ্যত্ব হারাতে চাই না।
যদি পারো নিজেকে ছুয়ে দ্যাখো
তুমি অশরীরী হয়ে গেছো কবেই,
তোমার অাত্মা এখোন অামার ভিতর
তাই তোমায় বয়ে নিয়ে বেড়াই দেহের ভিতর সারাক্ষণ।
বোধহয় একাকীত্বের মাঝে শৈল্পিক অানন্দ অাছে,
তোমার বাদামি চোখের ইশারায় যেদিন প্রথম মরেছিলাম
তোমার ভ্রুরুর ভাজে অার
বাকা ঠোটের ভঙ্গিতে যেদিন অাহত হয়েছিলাম
একাকীত্ব তার চেয়ে অানন্দের।


গৌরভ তোমাকে করেছে পাষাণ
অার দুজনের মাঝে টেনেছে সীমানার চিহ্ন।
তুমি মেতে থাকো উল্লাসে
অামি সময়ের কাধে পা রেখে
অাধারের খোজে যাচ্ছি বহু দূরে
এ অামার অপ্রিয় নিয়তি।