দরিদ্রতা আমায় করে বেড়াচ্ছে তাড়া
আমি সান্ত্বনা পাই কি উপায়ে !
অন্য টি নেই, পরনের এই ছাড়া
নতুন নেই গায়ে নেই পায়ে ।
আমি সংসার টানি একা
ছোট্ট চাঁদ দেখলেই লাগে ভয়
লজ্জা দিওনা চাদ গরিবরে দিয়ে দ্যাখা।
এমন দিনে পরানে না শয়
তবুও করি উল্লাস,
কেননা মধ্যবিত্তরা অভিনয়ে পাকা
সব মেনে নিয়ে বুকের ভিতর ফেলি দীর্ঘশ্বাস।


জন্ম পাপ নয়,
তবু মেনে নেয় এই হা হা কার গরিবের হৃদ
এ জন্ম যন্তনার কথা কয়
তবুও মেনে নিতে হয় আজ ঈদ।