অসম্ভবের সম্ভাবনায় রেখেছো তুমি
এ এক অাকাঙ্খার অকাল মৃত্যুরর মত
সীমাহীন জীর্ণতা, সব কিছু ক্ষয়ে গেছে
তবুও মনে হয়, কি যেন অপূর্ণ রয়েই গেল!
রাতের সব কালো শুষে নিয়ে
দেহের মধ্যে অমাবস্যার ব্লাকহোল গড়েছি,
তুমি কি এই মহাসত্য জেনে গেছো? মহারাণী!
তুমিতো ঐ দুর অাকাশের উজ্জ্বল নক্ষত্র,
তাই বুঝি অামার কাছে অাসতে এতো ভয়!
                অামি জানি মহারাণী
                তুমি কেন অভিমানী
                কেন করো এতো ছল
                ঠিক যেন অভিকল
                    বিদ্রূপ অাভা
                    ফুটন্ত লাভা।
মাঝে মাঝে কোমল তুমি
অবাক হতে বাধ্য করো,
মাঝে মাঝে অজান্তেই
হৃদয় তুমি যাও চুমি।
তাই তোমার অসময়ের জন্য
নিজেকে প্রস্তুত করে রেখেছি,
জীবনকে তুমি কাছ থেকে দেখোনি
অামি ঠকে শিখে জীবন দেখেছি।
.
             দুর হতেই মনের সাথে  মনের
                   যদি হয় জানাজানি  
  তবে দুর হতেই মনের খেয়াল রাখবো তোমার
                          মহারাণী।