দিগন্তের দার খুলে
মহাকালের আহ্বানে ছুটছি সব ভুলে ৷
প্রতিদিনই মৃত্যু হয় আমার সত্তার,
প্রতিদিনই শুনি আত্মার চিৎকার ৷


এ সমাজ মৃতদের দখলে,
ক্ষমতার ডরে লাশ মোরা সকলে ৷
এ সমাজে মানবতা কেনাবেচা হয়,
সমাজপতি সঙ্গে থাকলে তাদের কিসের ভয় ৷
সুযোগ পেলেই দুর্নীতির খনিতে দেয় ছুট,
এরা ইচ্ছে মতো এদেশ করছে লুট ৷


অবুঝ শিশুরা তোমাদের কাছে মিনতি,
তোমাদেরই আছে আধার জয়ের জ্যোতি ৷
এদেশের সমীরণে কান পেত যুবক হলে
হয়তো বা যুদ্ধ না হয় কৌশলে
তোমাদের কাছে সে ফেলবে আশ্বাস!
শুনতে পাবে দুর কর লাশ ৷


শোন তোমাদের কাছে যাই বলে
এ সমাজ মৃতদের দখলে ৷