এখান থেকে টানিসনে আমারে
হেথায় থাকে আমার সখি,
আস্তে করে কইবি কথা তোরা
ঘুম ভাংলে ও করবে বকাবকি ৷


ও বড়ই সার্থপর !
নইলে কি আর,
আমায় ছাড়া
একলা বাধতো ঘর ৷


এক সন্ধায় ঝরেছিল বৃষ্টি,
ছিলনা সূর্যের দৃষ্টি ৷
চিৎকার ঠিকতার ! শুনতে পেলাম
পুকুর ঘাটে আমি দৌড়ে গেলাম ৷
দেখলাম পায়ে তার লাল দুটি দাগ,
দুঃখের কথা আর বলবনা থাক ৷


যতটুকু নীল আছে পশ্চিমা সাগরে,
যতটুকু আছে বা আকাশের ধারে,
সব নীল সখির দেহে কেটে গেছে দাগ
দুঃখের কথা আর বলবনা থাক ৷