চৈতন্য বোধ করে কেঁদেছি কতক
তখনই সময় নিখিলের তরে বেধেছে নিঘুন্ট নিক্তির নিকাশে,
শাশ্বত অাগামী পাঠিয়েছে শতরঞ্জের নিমন্ত্রণ
এই জরাজীর্ণ জীবনে পরিহাসই শেষ নয়!
অাছে বিকৃত বৈষম্য, অাছে ললাটের ভাজে লজ্যার লেলিহান,
সব বুঝেও অবুঝ থাকার অপয়া প্রতিজ্ঞা।
সমগ্র হারিয়ে কৃঞ্চিত তৃপ্তি, অল্পতেই অাবেগে মরা।
বিনাশের লক্ষ্যেই এই সৃষ্টি শ্রষ্টার
তবু মোর অনন্তের পিপাসা,
তবু অামি খেলি এ নশ্বর খেলা।
পাঞ্জুড়ি এখন ঐশ্বর্য অামার
মিছে অাশা নেই বড় দানে,
যে বা এই সত্য যানে
সে অামারই মত নির্মাতার অতী নগণ্য জীব।