কাঁদছো কেন?
বল! অামি কি তোমায় দিতে পারি অভিশাপ।
অামায় ছুঁড়ে ফেলেছিলে ভবিষ্যত গড়তে,
বুঝতে কি পার?
এ তোমার অতিতের পাপ।


মনে পড়ে?
অভাব যবে বসেছিল হাঁটু গেড়ে,
তখন অামি অমি তিন শাবকের রাখাল
এমন নিষ্ঠুর ক্ষণে তুমি গেলে সবছেড়ে।
শঙ্খা নেই!
চাইতে হবে না মাফ
তোমার ভুলকে ভালোবেসে
অামি তো করিনি পাপ।
এখোন তো বুঝে গেছো প্রিয়া
নিসঙ্গতার লাভ,
অামি দেইনি অভিশাপ।


ঘর সাজানোর কথা ছিল দু-জনের
সেজেছে ঘর অাপন সাঁজে।
অভাব এখন কেটেছে, অাছি চমৎকার,
শুধু দিনগুগো বুঝি কাটতে চায় না অামার।


পুড়ছো কেন?
ভেতরের অাগুনে  বুঝি অনেক তাপ।
বাহির ভিতর দুই-ই পোড়া অামার,
অামার ভিতর কেমন জানো?
কেউ দেখলে তোমায় দিবে অভিশাপ।