অামার বৃষ্টির দিনগুলো যন্ত্রণার,,
অার ক্লান্ত ভোরে পড়ে থাকা শিশির অর্থহীন।
অামার যন্ত্রণা সমুদ্র, হয়তোবা স্বপ্নের চেয়ে গভীর
সৃতি কিংবা, মৃত্যুর চেয়ে স্থায়ী।


তোমাকে লেখা সমস্ত চিঠি অপরাধী
অার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বিষন্ন।
অামার মরচেধরা ইচ্ছেগুলো ঢেকে রেখেছে
এক বুক যন্ত্রনার  অগ্নিগিরি।


যে পাহাড় চায় না মেঘকে ছুতে
তবু সে সয়ে যায় মেঘের  উষ্ণ পরশ।
সেও পায় যন্ত্রণা,
যেমনটি অামি পাই।