পদ্মার জলে এসে লুকিয়েছে চাঁদ
ঢেউয়ের ভাজ খুলে
দেখি তার অবগাহন।
এই সুন্দর যেন স্বর্গ থেকে নেমেছে
অামার মাতাল চোঁখে।
ইস্টিমারের ডানায় গা মেলে দিয়ে
যাচ্ছি নাগরিক সভ্যতায়
অামি যাচ্ছি,
পিছে ছুটেছে ঢেউ, একজোড়া কাক, একফালি চাঁদ।
ফাল্গুনী হাওয়া রুপোর ঘুঙ্গুর পায়ে
নৃত্য করছে জলে।
হুইসেলের বিকট শব্দ
কেন এতো ভাল লাগছে অাজ?
সিগারেটে একটা টান দিতে পারলে
অারো বেশি ভালো লাগতো বোধহয়।