দাসত্ব প্রথা বিলুপ্ত করেছে তোমায়
অহেতুক রক্ত মাংশের শরীর বয়ে বেড়াচ্ছ
তোমার পূর্বপুরুষদের মত।
যারা স্ববধীনতাকে দেখেছে,
নগ্ন নারীর যৌবন খেকো নরপশুর তালুর ভিতর বন্ধি।
যারা স্বাধীনতাকে দেখেছে শাসকের বুটের তলে
যুবকের ওষ্ঠ থেকে নির্গত লালা ও রক্তের ভিতর।


ফিরে যাও অতিতে,
তারা নিজ হাতে খেয়েছে ঈশ্বরের দেওয়া ভরসা
নিজেরাও করেনি উত্তরণের অাশা।
এদের ভাগ্য উপরশ্রেনিদের সিন্ধুকের মধ্যে তালাবন্ধ ছিল শত বছর, যতদিন না তারা একতাবদ্ধ হয়নি।
রিদপৃন্ডের স্থানে ছিল অসীম ভয় তাদের,
যতদিন  না তারা জীবনের ভয়ে জীবন দেয়নি।


এবার ফিরে এসো বর্তমানে,
সূর্যের দিকে চেয়ে দ্যাখো, সেই পুরনো সূর্য
নতুন সূর্য উদয় হয়না কোনদিন
পুরনো সূর্যকেই তোমাদের অাকাশে উদয় করতে হবে অাবার।
একটা পিপড়াকে তুমি নিমিষেই পিষে ফেলতে পারো
ভাবো একদল পিপড়া তোমার দিকে এগুচ্ছে, পারবে পিষতে?
একটি কন্ঠস্বর তারা মুহূর্তেই বন্ধ করতে পারে
ভাবো যদি ষোল কটি কন্ঠস্বর এক সাথে অাওয়াজ তোলে?