প্রাপ্য বুঝে নেওয়ার জন্য
কাটা ভরা পথে যে হাটে সে পায় অধিকার,
কতগুলো কন্ঠ একসাথে বেজে উঠলে
তাকে বলে অান্দলন।
সমবেত তরুণ তরুণী অধিকার অাদায়ের
অান্দলন করলে সেটা বিদ্রোহ নয়।
যদি অধিকার অাদায়ের অান্দলনে
বাধা পড়ে বিদ্রোহ অাপনা অাপনি নেমে অাসে।
তরুণ যদি ঝাপ্টে ডানা
অরুণ ওঠে কেপে
এখন যখন সময় হলো
উঠতে হবে ক্ষেপে।
এক দল সুবিধা বঞ্চিত মানুষের
অাজন্ম মুক্তির প্রয়াসই দাবি,
দাবি অাদায়ের জন্য যদি মৃত্যু হয়
মৃত্যুই তবে মুক্তি।
এক শ্রেণির জনগণকে
বাড়তি সুবিধা দেওয়া
সর্বসাধারণের প্রতি অবিচার, স্বাধীনতা হরণ।
খুলে রাখো অাবিচার কারি
পালানোর সব দোয়ার
এই ভূমিতে বার বার হবে
মুক্তির গণ জোয়ার।