ও পাহাড়ি কন্যা রে,
রুপের বাহারে উর্বর কর ভূমি ৷
তবু আমার প্রিয়ার,
তিলক নওকো তুমি ৷
ও সুনীল সিন্ধু রে,
তোমার বিশালতার হবেনা শেষ ৷
তবু তোমার থেকে কৃষ্ণ বড়,
আমার প্রিয়ার কেশ ৷
ও গগনের রানী,
রুপে তোমার মুগ্ধ বিশ্বলোক ৷
বিলিন হতে সবাই যদি,
দেখতো প্রিয়ার চোখ ৷
ও ফাগুনের কোকিল,
কুহু সুরে ক্লান্তি মিটাও দুপুরে ৷
তবু তোমার থেকে মধুর সুর,
আমার প্রিয়ার নূপুরে।