তোমার পানে চাহিয়া আমার,
জুড়ায়ে গেল হিয়া ৷
তোমায় দেখি সারা বেলা,
অন্তর চক্ষু দিয়া ৷


তোমার হাসিতে জুড়ায়ে গেল
হৃদ অনলের ঢেউ,
তোমার কেশের গন্ধ এলো,
আমি ছাড়া পেল না তো কেউ ৷


অর্নব বুঝি তোমার চোখের
এক কোনে পড়ে রয়,
তুমি যদি বল প্রস্তর চূর্ণ
করিতে পাবোনা ভয় ৷


তোমার অঙ্গে উত্তাল লহর,
বহিছে সারা বেলা ৷
এই হৃদ অমরার দেবী হবে তুমি,
মোরে যদি না কর হেলা ৷


পরকালে প্রিয়া তোমার যদি
নরক বাস হয়,
যাইতে সেথায় তোমার কাছে
করিবনা আমি ভয় ৷


ভাষা জানা নাই তোমারে ওগো
বোঝাব কি দিয়া ৷
তোমার পানে চাহিয়া আমার
জুড়ায়ে গেল হিয়া ৷