অপেক্ষায় তিনটি বছর !
কুসুম অর্ষমা থেকে প্রতিক্ষা
তিলার্ধ দর্শনের জন্য,
আমার চারিদিকে সমর্থ বৈরী
তাতে বিন্দু মাত্র পিছপা হইনি, হবনা ৷
শত অভিসন্ধি কিন্তু সবটুকু ব্যর্থ,
এখন অপেক্ষা নিধন বেলার !
যখন প্রথম আমার অন্নপূর্ণা অর্পনাকে
দেখেছিলাম
তখন থেকে সে আমার শ্যামল অঞ্জন,
আমার বক্ষ মহীন্দ্রে
ইন্দ্রবর যৌবনাকে রেখেছিলাম ৷
কোন নিদ্রা নিশীথিনীতে ও আমাকে
ফাঁকি দিয়েছে বুঝতেই পারিনি ৷
অপেক্ষায় আমি যে আজ পাথর !
প্রশ্ন করেছিলাম জানো? উত্তর পাইনি
জানিনা কোন পাতকের পরিষ্কারন হয়েছে
জীবনের সমস্ত হাসি টুকু কেড়ে নিয়ে ৷
আমি তো সাগর চাইনি
চেয়েছিলাম এক বিন্দু জল,
মন নিয়ে কেন তুমি?
করলে এমন ছল ৷
পতত্রী প্রিয়াকে ধরতে চেয়েছিলাম,
এখন নিজেই ধরা পড়েছি ৷
আমি কুঞ্জ পুষ্প দিয়েছিলাম
তুমি গ্রহণ করোনি,
শুনেছি কোন নাশ পুত্রের
ডাকে সাড়া দিয়েছো,
এখন অপেক্ষা করছি
তোমার বসন্ত দেখবার জন্য ৷
আমি তোমার তরঙ্গিনীর স্রোতে ভাসতে
চেয়েছিলাম,
তোমার নাকি ক্ষতি হবে বলেছিলে
ভাগ্যের কি পরিহাস !
আজ তুমি নিজেই ভেসে চলেছো
কালস্রোতে
আর আমি,
তোমার অপেক্ষায় তিনটি বছর ৷