মনডায় কয় পিপঁড়া হবো
চেটেচুটে চিনি খাবো ।
মাছি হয়ে ভনভনিয়ে
ভাতের থালায় মুখ লাগাবো।
মশা হয়ে গুনগুনিয়ে
ও পজেটিভ রক্ত খাবো।


মনডায় কয় পাখি হবো
ফিরি ফিরি উড়াল দেবো।
পায়রা হয়ে পরের বাড়ির
গমের দানা খুটে খাবো।
শস্যদানা ধানের কুনা
মনের সুখে সবই খাবো।


মনডায় কয় বিড়াল হবো
চুরি করে মাছটি খাবো।
কুকুর হয়ে বাড়ি বাড়ি
রাতবিরেতে পাহারা দেবো।
মোরগ হয়ে সকাল বেলা
ডেকে ডেকে ঘুম ভাঙাবো ।


মন চাই না মানুষ হবো
নিত্যপণ্য কিনে খাবো।
নিজের মতো চলতে গেলে
সবার কাছে পাগল হবো।
তাই ভাবছি মরার পরে
পিপঁড়া, পাখি, বিড়াল হবো।