গন্ধক আর কর্পূরের শব্দ; গন্ধ কিছু নীল কালো;
অশ্লীল সমার্থক স্বাদ; আর রং মিষ্টি ঝাঁজালো;
সাধারণ মুখ বলে সম্ভব কিভাবে অবাস্তব ধরন?
বাস্তব চোখে দেখে রোজ অ-সাধারণ উদাহরণ--


একটি সাদা মায়ের শিশু কালো রঙের পুতুল;
কালো মায়ের শিশু অ্যালবিনিজমে সাদা ভ্রু-চুল,
বালক দেখতে বালিকার মতো নপুংসক অসুখে;
গোঁফ দাড়ি চলে আসে কোনো বালিকার মুখে,
এক মা সন্তান নষ্ট করে কন্যা রূপের দোষে;
একটি কন্যার সন্তান জন্ম হয় বারো বছর বয়সে;
একটি জননী ভ্রুণরোগে প্রসব ক্ষমতা হাড়ায়;
বা আশি বছর বয়সেও মা হওয়ার সুযোগ পায়,
কারও এক হাত; ছয় আঙুল; তিন পা; জোড়া শির;
আর চুলহীন, বধীর, নির্বাক, বিকৃত মৃতপ্রায় শরীর।


সাধারণ মানুষ ভাবে তাদের সুস্থ শরীর, দীর্ঘ আয়ু,
সাধারণ সুস্থ শুক্রাণু গিয়ে মিশবে সুন্দর জরায়ু;
তারা কী জানে তাদের আগামী শিশুর জন্মধারন-
কেমন রূপে হবে! সাধারণ নাকি অ-সাধারণ..!