বিদ্যুতের সাথে নিয়মিত জলকনা ঝরে শরীরে
এরপরও স্রোত থেকে কৃত্রিম বিদ্যুৎ খুঁজে আনা হয়;
অতিরিক্ত মশলা নিয়ে বদহজম
মানুষের ভালো লাগে বলে
আরও তাপে ঝলসে নেওয়া হয় মাংস।
মাঝে মাঝে বৃষ্টির পর
জলের ফোঁটা, হাড় ভাঙার মতো শব্দ করে;
অতিথিদের পাত্রে পরিবেশন হয় শীতল মাংস।
পানসা খাদ্য থেকে
সমস্ত রস শুষে নেওয়ার পর
যে উচ্ছিষ্ট হাড় শুষ্ক আবর্জনায় বাতিল হয়
ক্ষুধার্ত জন্তুর লালায় ভিজে
সাদা মাংস আবার তৃপ্তিকর খাদ্য হয়ে ওঠে।


               (নারীবিষয়ক)