বন্ধ চোখের মতো নির্দিষ্ট নয়, অন্ধ চোখের অন্ধকার
সামুদ্রিক তলদেশ ভালোবাসেনি যে কচ্ছপ
রৌদ্রের লোভে বংশবিস্তারে ডাঙায় উঠে আসে;
আঘাত পেয়ে ডুবে যায়, মুখ ঢাকে,
খোলকে আশ্রয় করে নিশাচর গোপনীয়তা।
ধর্মত্যাগী মেয়ের চরিত্রে
নামকরণ মেলেনা কয়েকবার।
জীবনে অর্ধেক শতাংস রাত বিরাজ করে,
অজ্ঞান শান্তিতে কাটে সকলের;
আমি আহত হয়ে রাত জাগি
শহরের বিদ্যুৎ চ'লে গেলেও যে ভিক্ষুকের ঘরে
দেশলাই খোঁজার ঝঞ্জাট নেই;
তার অবিবাহিত ধারণা--
ভবিষ্যৎের বিকলাঙ্গ শিশুকে হাঁটতে শেখানো
কতটা অর্থহীন।
তাই আচমকা জোনাকি এলে
বর্জ্রের যন্ত্রণা লাগে চোখে; যদিও, মুহূর্তের জন্যই।
ক্লান্ত শ্বাসরোধী ডুবুরি কী দারুন
সাঁতারের কথা ভাবে; আবার তলিয়ে যেতে,
শঙ্খিনির শরীরে ভৌতিক রাতের শিহরণ ওঠে।