না ভেবেই একটি গুলি ছুড়ে দিল শিকারি-
তার তীরন্দাজি আন্দাজে জরায়ু চিরে দিল বারুদ;
সম্মুখের দেবদারু বৃক্ষের বুকে
ক্ষুদ্র কোঠরের মতো নীড়।
শিকারির চূড়ান্ত লক্ষ্য ছিল
স্বাস্থ্যবান কোনো শরীরের মাংস--
হঠাৎ বাসা থেকে খসে এলো মৃতদেহ
তার পায়ের কাছে।
বুঝল ভুল হয়েছে তার
কোনো জননী পাখিকে লক্ষ্য করতে গিয়ে
বারুদ বিদ্ধ করেছে ক্ষুদ্র ডিম ভাঙ্গা শিশুকে।
যেন এই বৃক্ষের অফুটন্ত বীজ,
জীবিত হলে, সে পারত বৃক্ষ হতে।
যেন কোনো জননীর চোখ না ফোটা ভ্রুণ
চোখ ফুটতেই যে বীজ জননীর স্বাস্থ্য নষ্ট করত;
কম প'রে যেত শিকারির ক্ষিদের পর্যাপ্ত পরিমাপে।


মৃত শিশুটাকে হাতে তুলে নিল শিকারি
তুলে ধরল মুখের সামনে,
চোখে তার অনুশোচনা নেই
পরিবর্তে সার্থকতার ক্রর হাসি তার ঠোটে।
যেন বুঝিয়ে দিতে চায়--
ভুল হয়নি তার,
অনেক ষড়যন্ত্র, পরিকল্পনা,
সিদ্ধান্তের পর গুলি ছুড়েছে।
নষ্ট করেছে ক্ষুধার্ত বীজ;
একটি পরিপূর্ণ স্বাস্থ্যে তার চায় একা পূর্ণ অধিকার।