আমি পুরুষ হতে চাই--
    সাধারণ জনসংখ্যায় সহজ কেরানির মতো নয়,
          সে অধিকার মেয়ে হয়েও পাওয়া যায়।
এত সমস্ত অবিচারে পাওয়া ক্ষমতা আমার চাইনা;
          সেই যে  দরিদ্র বালক-
                   যতটা পুরুষ হওয়ার স্বপ্ন দেখে;
যতটা অধিকার নিয়ে সে চায় শাসন করতে,
          গণঅধিকারের ভোট কিনে সম্রাট হতে;
কঠিন নির্যাতন দিতে-
              তার মায়ের মত করুন মেয়েদের;
          বা তার পিতার নিকট বন্ধুর মতো
                    তিন-চারটি গোপন চক্রান্ত;
অথবা তার প্রিয় চলচ্চিত্রে নায়ক হতে,
যে ঘোড়ার উপর ছুটে চলেছে ভিড়ের মাঝখান দিয়ে
    অগণিত দর্শককে নগন্য প্রমান করতে করতে;
আরো কিছু ভ্রান্ত অপ্রকাশ্য ভাবনাও আছে তার
                সেগুলো প্রকাশ করার মত নয়;
শুনতে একজন সাধারণ পুরুষের কাছে
                             অবাক লাগতে পারে,
এই সমস্ত কিছুই আমার চাইনা পুরুষের মতো--
          আমি চাই একটি পুরুষের মতো শরীর,
          একজন মেয়ের যেটা প্রয়োজন;
কিছু মানুষ আছে,
যারা প্রথম লাইনেই গল্পের সমস্ত গুন বিচার করে;
      আমার নাম, কখনো শরীর দেখে বিচার করে
                       সব ভালো খারাপের বর্ণনা;
আমি তাদের চোখে সাস্থ্যবান পুরুষ হতে চাই না।
      আমি চাই সেনা হতে,
আমার মতো মেয়েদের সৈনিক হওয়া কঠিন;
      পুরুষ চোখে দেখতে চাই কিসের দূর্বলতা!
      সৈনিক হয়ে দেখতে চাই কেমন কঠিন কাজ!
                      কেন সে ঘরে ফিরতে পারে না?
      তেমনই সৈনিক থেকে-
                      তাকে সাজাবো আমার ঘরে,
                      সে থাকবে একা
      আমার মতো পুরুষের ফেরার প্রতিক্ষায়,
      বুঝিয়ে দেবো তাকে
  একা ঘরের ক্রন্দন কম ভয়ানক নয়....


                 (নারীবিষয়ক)