সেদিন পিতা, মাকে আদর করেছিল
         কোনোদিকে দৃষ্টি নেই,
                  আমি ছিলাম একা...
সেদিন তাদের মধ্যে তর্ক হল অনেক
         কোনো কথা নেই,
                  আমি ছিলাম একা...
সেদিন দুজনে ভ্রমনে বেড়িয়েছিল
         কেউ কোথাও নেই,
                  ঘরে ছিলাম একা...
সেদিন পিতা, মাকে মেরেছিল
         হয়তো মাও পিতাকে,
                  আমি বসেছিলাম একা..
সেদিনের পর পিতা তাড়িয়েছিল মাকে
মা, স্নানে গিয়ে আর ফিরে আসেনি,
         জলে কলসবন্দী গলায় গভীর ডুব দিয়ে
পিতা, তার সন্ধানে উঠেছিল ঘরের উঁচু ছাদে
সেখান থেকে নেমেছে পাখার দড়িতে গলা দিয়ে
         আজ ঘরে কেউ নেই,
                  আমি আছি একা....