মৃত শঙ্খের কাছে হেরে গেল যে মুখ--
সে জানত,
দেবাঙ্গনা-অর্চকে পাথরের অদৃশ্য মন্ত্র-মিল;
দূরদর্শনের ভিতরে বাইরে দুটি মুখের মতো--
মুখোমুখি; কাচের প্রতিবিম্বের দূরত্ব।
বৃদ্ধ জিরাফের একাগ্র ক্রন্দন শুনতে পারা-
অযৌক্তিক সফলতা; মনে হয়েছিল আমার।
শামুখ শিখেছে রুপ প্রদর্শনে দেহ দিতে হয়;
হৃৎস্পর্শের নির্বিকল্প মাধ্যম ক্লিন্ন অস্ত্রোপচার,
প্রচলিত মিথ্যা প্রচার করে--
পোশাকের বাঁপাশে বাধ্যতামূলক পকেটের মতো।
অনুর্বর মৃত্তিকা থেকেও প্রতিমার জন্ম সম্ভব!
চোরাগলির দলীয় খেলাতেও থাকে
আন্তর্জাতিক মর্যাদা...!