পৃথক কালি ভ'রে ভ'রে সে দেখেছে তার কলমে
দামী অক্ষর গঠনে সক্ষমে কিনা।
আমি দৃশ্য দেখি দূরদর্শনে--
পরিচিত মুখগুলো অদৃশ্য,
ঝাপসা গোলাপী কাচ বৃদ্ধি পেতে পেতে
একদিন স্পষ্টতর দৃশ্যমান হওয়ার শেষ পর্যায়।
গর্ভবতী টিকটিকির অন্তর্গত শরীর থেকে
প্রকাশ্য ডিমের আকারে;
চলচ্চিত্রের মুখগুলো সব মেয়েদের মতো দেখায়।
     আমার অজান্তে অতি গোপনে--
গ্রিনরুমে কিছু ষড়যন্ত্রে নায়িকা খুন হয়।
ছোট্ট জলাশয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র
চলমান মৎস্যের ইঙ্গিত আমি পেয়ে এসেছি,
দেখি, কীটনাশকে মশার পালিত লাভার মৃত্যুর পর
অদ্ভুৎ শান্ত, শূন্য হ্রদ; দৃ্শ্যহীন দূরদর্শন।
বিবর্ণ পর্দার দিকে তাকিয়ে থাকি
পরবর্তি চলচ্চিত্র নির্মান হওয়ার সু...দীর্ঘ প্রতীক্ষায়।


                   (নারীবিষয়ক)