অনিশ্চিৎ স্বাধিনতা সত্ত্বেও আশান্বিত লড়াই লড়েছি।
কোনো অব্যর্থ গুলিতে ডেকে ওঠার পর
হারিয়ে যাওয়া হরিণ সত্যিই আহত হল কিনা,
জানতে পারিনি কোনোকালে।
কোনোদিন যে গুপ্তচর দেখেনি তার আসামীর চোখে
তদন্তের দৃষ্টি জানে,
সব অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ--
অনেক...অনেক অনুসন্ধানের পর।
তবু দূরত্বের অপরিচিত শত্রুতা;
অন্ধ চোখের শুভদৃষ্টির মতো ব্যর্থ আলাপ,
অবুঝ শিশুর নিষ্পলক দৃষ্টি যেন!
সে যে কি দেখে! কি জানে!
অতি কাছে থাকা মায়েরাও বুঝতে পারে না
অকথিত ভাষা।
বিকলপ্রায় দূরবিনে সুনির্দিষ্ট বাস্তব
চাঁদের আলো মনে হয়:
যেন ব্যর্থ শকুনি মৃতের সন্ধানে পেয়েছে
ট্রাজেডি নাটকে নকল মৃত্যু।
কখনও সাক্ষাৎ ঘটে যদি ভিনপ্রজাতির ময়ুর দলে,
জানা হয় না কখনোও--
উজ্জ্বল পেখমের প্রত্যক্ষ সৌন্দর্য বিকিরণ,
সে কাকে দেখাতে এসেছিল? দেখেছিলাম কিনা!
গিনিপিগের মৃত্যু অনিশ্চিৎ সফলতা হয়ে থাকে;
যদিও, পরাজিত বিজ্ঞানীর খোঁজ কখনোও থামে না।