পনেরো বছরেই পরিণয়, যদি হয়েছি নারী--
পুরুষ হয়ে জন্মালে, হতাম কলের কর্মচারি
অন্য কোনো আমিকে কর্মচারির ভূমিকায় কেনা।
তবে আমি কর্মে বিশ্বাসি, কোনো কর্মীতে না-
আমি কী বলব হরিনী পারে না ব্যঘ্র শিকার!
এটা তার দূর্বলতা নয় জন্মগত অনধিকার।
তবে আমি পুরুষে বিশ্বাসি কর্মচারীর দৃষ্টিতে
জরায়ুর কন্যা নষ্ট হচ্ছে যে পুরুষ সৃষ্টিতে-
দেখি আমিও পুরুষ কর্মী বা সেই মায়ের মতো।
তবে সেসব কল্পনা, আমার সতেরো পরিণত
আমি নাবালিকা মেয়ে ঘরের কাজের লোক
অন্যরুপে কর্মচারি আমার পুরুষ সাবালোক।


               (নারীবিষয়ক)