সবুজ শ্যামলে ভরা তুমি
বাংলার প্রকৃতি,
তোমার বুকে পায় যেন ঠাই
আমার মিনতি।


প্রকৃতির বুকে ডানা মেলে
উড়ে যাই কত পাঁখি,
প্রকৃতির রূপ দেখে সবার
মুগ্ধ হয় যে আখিঁ।


প্রকৃতির মাঝে মানুষ গুলো
বড় সুন্দর জানি,
প্রকৃতির বুকে চাঁদ-সূর্য
দিয়ে যাই হাত ছানি।


প্রকৃতি তুমি পাখ-পাখালির
ভালবাসা দিয়ে ঘেরা,
প্রকৃতি তুমি বাংলার বুকে
সবার চেয়ে সেরা।


প্রকৃতি সুন্দর পাখি সুন্দর
সবুজ শ্যামলে ভরা,
প্রকৃতির বুকে মানুষ গুলো
ভালবাসা দিয়ে ঘেরা।


চাঁদ সুন্দর তারা সুন্দর
দেয় শুধু তারা আলো,
আলোর পরে নেমে আসে
প্রকৃতির বুকে কালো।


ইচ্ছে করে বেড়ায় ঘুরে
প্রকৃতির মাঝে আমি,
প্রকৃতি তুমি এই জগতে
সবার চেয়ে দামি।


প্রকৃতির রং প্রকৃতির রূপ দেখে
মুগ্ধ হয় যে সবে,
কত ভালবাসা কত যে সুখ
পাখির কলরবে।


সবার মুখে প্রকৃতি যখন
শুনি তোমার নাম,
তোমার দিকে চেয়ে থাকি আমি
হয়ে যায় বেশামাল।


ডানা মেলে আমি উড়ে যাবো
প্রকৃতিরই দেশে,
প্রকৃতির বুকে রাখবো মাথা
প্রকৃতিকে ভালবেসে।


প্রকৃতির মাঝে ঘুমিয়ে আছে
সোনার বাংলাদেশ,
প্রকৃতি তোমায় লাগছে ভালো
বেশ, বেশ, বেশ।


প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি
সময় আমার অল্প,
প্রকৃতির বুকে মাথা রেখে
শেষ করলাম প্রকৃতিরই গল্প।