সবুজ শ্যামলে ভরা আমার
সোনার বাংলাদেশ,
এই বাংলার মানুষ গুলো
দেখতে লাগে বেশ।


বাংলায় হাসি বাংলায় কাঁদি
বাংলায় গায় গান,
এই বাংলার মাঝেই আছে সবার
ভালবাসার টান।


বাংলা আমার মায়ের ভাষা
সবার মুখের বুলি,
এমন বাংলা ভাষা বলো
কেমন করে ভূলি।


লাখো শহীদের রক্তে যে দেশ
ফিরে পেল আজ প্রাণ,
সে দেশে আজ ছড়িয়ে পড়ুক
হাজারো ফুলের ঘ্রাণ।


এই দেশেতে জন্ম নিয়ো প্রাণ খুলে
আজ হাসি,
এই বাংলাদেশ কে মোরা
বড়ই ভালবাসি।


বীর বাঙ্গালি উঠুক জেগে
বাংলার ঘরে ঘরে,
মরণ এলে মরবো সবাই
এই দেশেরই তরে।


বাংলা আমার মাতৃভাষা
লাল সবুজে ঘেরা,
সকল দেশের চেয়ে আমার
বাংলাদেশ টি সেরা।