প্রকৃতি হয় স্তব্ধ
বাতাস বয়ে চলে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
শুধু বর্ষাকালে।


রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
শিশির কনা ঘাসে,
মনটা সবার ভরে ওঠে
পুবালী বাতাসে।


টিপ টিপ টিপ বৃষ্টি কণা
ভিজিয়ে দেয় মাটি,
বৃষ্টি ভেজা বর্ষা দিনে
বৃষ্টি খেলার সাথি।


বৃষ্টি কণা দেয় ভিজিয়ে
আলতো করে তাকে,
পাখপাখালী চুপটি করে
মুখ লুকিয়ে থাকে।


টিপ টিপ টিপ বৃষ্টি কণা
ইচ্ছে মতো ঝরে,
বৃষ্টি ভেজা প্রকৃতি সবাই
নেয়যে আপন করে।


বর্ষা শেষে প্রকৃতিকে
দেয় সূর্য আলো,
নতুন সকাল জেগে ওঠে
মুছে যায় আধার কালো।


নীল আকাশে সূর্য যেন
মারছে শুধু উকি,
হলুদ বরন ফুলটি যেন
নামটি সূর্যমূখী।


বর্ষা জলে প্রকৃতি তুমি
নাহি যদি ভেজো,
মিনতি করি প্রকৃতি তুমি
নতুন রূপে সেজো।


বাতাস বয়ে মেঘ কেটে যায়
নতুন সূর্য ওঠে,
রাতটি আবার ফিরে আসে
চাঁদের কিরণেতে।


রাত গড়িয়ে যাচ্ছে যে তাই
সময় আছে অল্প,
পাখা-পাখালী বৃষ্টি নিয়ে
শেষ হলো আজ বর্ষাকালের গল্প।