জীবন মানে হাসি কান্না
ভাঙ্গা গড়ার খেলা,
জীবন মানে দ্বিধাদ্বন্দ
সত্য মিথ্যার মেলা।


জীবন মানে অশ্রুধারা
জীবন মানে মরণ,
জীবন মানে মৃত্যু সে তো
করে না কেউ স্মরণ।


জীবন মানে ছলচাতুরী
জীবন মানে মায়া,
জীবন মানে এই জগতে
সত্য-মিথ্যার ছায়া।


জীবন নিয়ে এই মানুষের
কত দ্বিধাদ্বন্দ ,
বোঝেনা সে কোনটা ভালো
কোন যে তার মন্দ।


জীবন মানে দুঃখ কষ্ট
অজানাকে জানা,
জীবন মানে মায়া মমতা
নেই কারো মানা।


জীবন মানে হানাহানি
বুক ভাঙ্গা হাহাকার,
জীবন মানে কান্না হাসি
মিশে হয় একাকার।


জীবন মানে ধোকাবাজি
কত হানাহানি,
ভাল মন্দ সকল কথা
হয় যে লোকের কানাকানি।


জীবন সে তো বয়ে চলে যাই
থাকে থেমে আর,
একবার জীবন চলে গেলে
আসেনা ফিরে বারবার।