জীবন মানে হাসি কান্না,
ভাঙ্গা গড়ার খেলা।
জীবন মানে দ্বিধা-দ্বন্দ,
সত্য মিথ্যার মেলা।


জীবন নিয়ে এই মানুষের,
কত দ্বিধা-দ্বন্দ।
বোঝেনা সে কোনটা ভালো,
কোনটা যে তার মন্দ?


জীবন সেতো ছলচাতুরি,
ভোগ-বিলাসের ছায়া।
জীবন এই জগতে,
ভালবাসা আর মায়া।


জীবন মানে হানাহানি,
বুক ভাঙ্গা হাহাকার।
জীবন মানে কান্না-হাঁসি,
মিশে হয় একাকার।


জীবন মানে ধোঁকাবাজি,
কত হানাহানি।
ভালো মন্দ সকল কথা,
হয় যে লোকের কানাকানি।


জীবন সেতো বয়ে চলে,
থাকে না থেমে আর।
তবুও জীবন যাচ্ছে কেটে
আমাদের সবার।