কাটুস-কুটুস শব্দ শুনে
আপুর বইয়ের তাকে,
ব্যাপার-টা কি অন্তু সোনা
শুধোয় যেয়ে মাকে।


ঘরের ভিতর কেউ ঢোকেনা
  কে ছেড়ে তার ঘুড়ি,
কাঁচের বোয়ম-কৌটা ভেঙ্গে
ছিটোয় চিড়ে-মুড়ি।


লুকোয় কে তার লুডুর গুটি
  ফেলে দুধের বাটি,
রান্না ঘরের দেয়াল খুঁড়ে
বের করে রোজ মাটি।


আম্মু বলেন চিনিস তাকে??
  তার বাড়ি আর কি দূর!!
এসব ঘটায় নষ্টা-পাজি
   হতচ্ছাড়া ইঁদুর।।


             - সাঈদুল্লাহ-আল-সাহেদ        -(আব্বু)
           (প্রয়াত সাংবাদিক ও ছড়াকার)        


  ♦ এটা আমাকে নিয়ে আব্বুর লেখা ছড়া ♦