আমার কবিতা মানে,
জমাটবদ্ধ কালো মেঘ।
আমার কবিতা মানে,
নির্জন পথে একলা আমি।
আমার কবিতা মানে,
বৃক্ষে ফুল নেই।
আমার কবিতা মানে,
পাখিদের কলতান নেই।
আমার কবিতা মানে,
প্রেমহীন একলা যুবক।
আমার কবিতা মানে,
ঝরা পাতা.....
আমার কবিতা মানে,
কৃষকের আহাজারি।
আমার কবিতা মানে,
নদীতে জোয়ার নেই।
আমার কবিতা মানে,
বসন্তে কোকিল নেই।
আমার কবিতা মানে,
জীবনের নাম ভুল।
আমার কবিতা মানে,
চিঠি আছে ঠিকানা অজানা।
আমার কবিতা মানে,
অশ্রু আছে কাজল নেই।
আমার কবিতা মানে,
একটি তারা ঝরে গেছে।
আমার কবিতা মানে,
হাহাকার....
আমার কবিতা মানে,
প্রিয়জন কাছে নেই।
আমার কবিতা মানে,
দেখা হয়না বহু দিন।
আমার কবিতা মানে,
সে থাকে আড়ালে।
আমার কবিতা মানে,
রিং হয় ফোন তোলে না।
আমার কবিতা মানে,
অনলাইনে অথচ কথা হয় না।
আমার কবিতা মানে,
বৃষ্টি নামছে কদম ফুল ফোটেনি।
আমার কবিতা মানে,
জানালার বাইরে আকাশ।
আমার কবিতা মানে,
প্রাণহীন কংক্রিটের শহর।
আমার কবিতা মানে,
নিদ্রাহীন চোঁখ।
আমার কবিতা মানে,
চাওয়া মানে পাওয়া নয়।
আমার কবিতা মানে,
তোমায় খুব মিস করছি......... 😍


অন্তর ওয়ালিদ
শহীদ সামসুল আলম ছাত্রাবাস, ঢাকা।
১৭/০১/২০১৯ ইং