আজ কিছুদিন হলো আমার মনটা প্রচন্ড একা।
যাকে ভালোবাসি তার অবহেলায় একা।।
কিছুই ভালো লাগে না,
পড়তে ভালো লাগে না,
খেতে ভালো লাগে না,
ঘুরতে ভালো লাগে না
অফিস করতে ভালো লাগে না,
সবসময় কেমন যেন মনমরা ভাব..
যেন প্রিয় কেউ একজন নেই!
খুব মিস করছি........


ভালোবাসার মানুষকে ছাড়া থাকাটা বড্ড কষ্টের, যন্ত্রণার!
ভালোবাসার দাম দিতে যে জানেনা -
তার সাথে প্রেম হয়না, ভালোবাসা হয়না
আর মিলন সেতো অনেক দূরের কথা।
যে মানুষটা আমাকে ছাড়া ঘন্টার পর ঘন্টা
ভালো থাকছে, একাকিত্ব বোধ করে না,
তার সাথে আর যাই হোক কোনোদিন প্রেম হয়নি।


একাকিত্ব অনেক দুঃখের, কষ্টের, যন্ত্রণার
কিন্তু কোনোদিন যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায়
তখন আর কাউকে ভেবে কষ্ট হবে না!


আমারও একদিন অভ্যাস হয়ে যাবে
সেদিন তোমার জন্য আমার চোখে আর জল আসবে না,
নিজেকে পরাজিত মনে হবে না,
কাউকে ফোন দিয়ে জবাবদিহি করতে হবে না,
ভালোবাসার যন্ত্রণা সহ্য করা যায়,
কিন্তু প্রিয় মানুষটির কাছ থেকে অ-ভালোবাসা সূলভ আচরণ কখনোই মেনে নেয়া যায় না।


ভালোবাসা কখনো নিয়ম মেনে হয়না,
কোনো সাংবিধানিক নীতি মেনে হয়না,
ভালোবাসা সব নিয়ম নীতির উর্ধ্বে।।


জীবনে একজন সত্য মানুষ চেয়েছিলাম ;
যে সবসময় আমার খেয়াল রাখবে,
ভালোবাসবে, যত্ন করবে, সম্মান করবে -
কিন্তু আমার কপালটা অতো ভালো না!
আমার ভাগ্যে এসব নেই!


ভাগ্য খুবই দামী একটা শব্দ -
সে আমাতে আটকায়নি!!!