তুমি কাব্য নও মহাকাব্য
গল্প নও গল্পসমগ্র।

তুমি ঝরাপাতার কাব্য
তুমি এক বিকেলের নিস্তব্ধতা
তুমি আমার চারুলতা।


তুমি স্বরলিপি
তুমি বর্ণমালা
তুমি রবীন্দ্রনাথের গান ' আমারো পরাণও যাহা চায়'।


তুমি সাদা বক
তুমি স্নিগ্ধতা
তুমি জীবনানন্দের বনলতা সেন।


তুমি কৃষ্ণচূড়া ফুলের রক্তিম আভা
তুমি ঘাসের উপর জমে থাকা শিশির
তুমি শরতের কাশফুল।


বসন্তে সেই তুমি আমার দখিনা বাতাস
কোকিলের কুহু কলতান
ভালোবাসার আবেশ।

তুমি কবিতা নও কাব্য