ভালোবাসা খুন হয় প্রতি রাতে
যেমন খুন হয়  কিছু সময়
কিছু ভালোলাগা, কিছু স্বপ্ন
কিছু রঙিন কথামালা!


আগুনে পুড়ে উড়ে যায় ফানুস
ওজোনস্তর ভেদ করে অতিবেগুনী রশ্মি
দেহকোষ থেকে অস্থি
কিছু হিজিবিজি যৌবন কুয়াশায় ঢেকে
উথালপাথাল সাগরের তীর।।


ভালোবাসার হিসাব ডেবিট- ক্রেডিটের জের
প্রেম হলো চক্রাকার বৃত্ত
টেস্টোস্টেরন, অস্ট্রোজেন, ডোপামাইন, সেরোটোনিন
তারপর ভাসোপ্রেসিন, অক্সিটোসিন।।


সব হয় অপেক্ষার পর
হয় জীবন নাহয় টিকে থাকার লড়াই
ভৌগোলিক বলয়ের নিয়ম মেনে
কর্কটক্রান্তিতে তোমার অবস্থান।।


উত্তর গোলার্ধ কিংবা দক্ষিণ
দ্রাঘিমাংশ থেকে অক্ষাংশে এসে
আন্তর্জাতিক সীমানার বৃত্তে তুমি আমি
তারিখ রেখা থেকে সময় রেখায় মিলন
সবই স্বপ্নিল টানাপোড়েন।।


তোমার অবসর আর কখনো আমার হবে না
দু'জনের অবস্থান আজ দু'প্রান্তে
চিঠি কিংবা প্রযুক্তিগত যোগাযোগ
মনের ভাব অপ্রকাশিত থেকে যাবে
না বলা কিছু কথা থেকে যাবে হৃদ মাঝারে।।


হয়তো আক্ষেপ দিয়ে শেষ হবে দূরত্বের ভার !!