:কে, কে ওখানে?
:- আমি।
:আমি কে?
:- তোমার ভালোবাসা।
:কে আমার ভালোবাসা? আর তুমিই বা জানলে কিভাবে? আমি তো কাউকে কখনো বলিনি।
:- আমি জানি। আমি সব জানতে পারি। তুমি আমাকে নিয়ে অনেক ভাবো সব আমি টের পাই।
:কিভাবে?
:- তুমি যখন ভাবো আমি তখন প্রত্যক্ষ থাকি। আমার অবয়ব যখন কল্পনা কর আমি আবছায়া হয়ে ধরা দেই তোমার আঙিনায়। তখন  আমার হাসি, আমার ফিরে তাকানো, আমার কথা বলা, আমার চলে যাওয়া সব তুমি অপলক দৃষ্টিতে অবলোকন করতে থাকো। তুমি আমাকে স্পর্শ করতে চাও কিন্তু পারোনা। বিশ্বাস করো, আমারও খুব মন চাই তোমাকে স্পর্শ করি, তোমার বুকে মাথা রেখে রাত্রি যাপন করি, তোমার হাতে হাত রেখে জীবন পাড়ি দেই।
: মিথ্যা বলছো তুমি। তুমি নিষ্ঠুরদের মধ্যে অনিন্দ্য নিষ্ঠুর। তোমাকে আমি খুব ভালোভাবে জানি।
:- তোমার ধারণা ভুল। আমি তোমাকে খুব চাই।
: যদি এতোটাই চাও তবে এখনি স্পর্শ করো। আমার খাক হয়ে যাওয়া স্বপ্ন পূরণ করো। আমাকে রক্ষা করো এ অন্তর্জ্বালা থেকে।
:- সেটা আমি পারবো না।
:- কেন, কেন পারবে না? তুমি যে বললে.........!!
: পারবো না কারণ আজও আমি তোমার কল্পনা। আমি চললাম........
:- প্রতিটা সময়ই তুমি চলে যাও। আমাকে রেখে যাও দুঃখের সাগরে আর দিয়ে যাও বিষেভরা এক একটি দুঃস্বপ্ন। যাও.... আর ফিরে এসোনা........ ভালো থেকো!!!!!!!!!!!


২২.০৩.২০১৮ ইং
হবিগঞ্জ, সিলেট।