কবিতা মানে কি-  
একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনপ্রবাহ
নাকি বেকার যুবকের আহাজারি?
নাকি প্রেমহীন একলা যুবক
নাকি একজন নারীর শোষিত হওয়ার গল্প
নাকি চাকরির অভাবে একটা প্রেমের মৃত্যু
নাকি ছন্দে ছন্দে প্রকৃতিপ্রেম
নাকি অশ্রু আড়াল করতে বৃষ্টিতে ভেজা
নাকি প্রেয়সীর খোঁপায় কদম, কেয়া, বেলীফুলের মালা জড়ানো
নাকি বিবাহ বিচ্ছেদ
নাকি তোলপাড় করে ভালোবাসা...  
কবিতা মানে আসলে কি?
কবিতা এটা নয়তো - যে ভাবনাগুলোর কথ্যরুপ নেই!
কবিতা লিখতে কি লেখার নিয়ম অনুসরণ করা খুব জরুরী?
ছন্দ, মিল, অলংকার রক্ষা করতে গিয়ে
যদি মনের ভাব সম্পূর্ণ রুপে প্রকাশ করতে না পারি
তবে কি সেটা পূর্ণাঙ্গ কবিতা হবে?
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, মধুসূদনরাও কি
নিয়ম মেনে কবিতা লিখতো?
নাকি ওদের লেখা বিশ্লেষণে বিশেষজ্ঞরা নিয়ম বানিয়েছে;
নিয়ম নিয়ম নিয়ম...... (রুল্স)
আমি বাবু নিয়ম মেনে কবিতা লিখতে পারি না
মনে যা আসে তাই লিখে ফেলি,
কবিতা হলে কবিতা, গল্প হলে তাই!!
ভালো লাগে শরতের বিকেল নিয়ে লিখতে
বর্ষার কদম, কেয়া আর বসন্তের নতুন মঞ্জুরী  
বিরহ, প্রেম, প্রেমিকার অবহেলা, গ্রাম আর নিকোটিন......
অতশত ভেবে লিখতে পারি না...
কবিতাকে আমি প্রচন্ড ভালোবাসি
কবিতা নামে যদি কোনো সুন্দরী মেয়ে থাকতো
তবে এতটা ভালোবাসতাম না!
যদিও বিরহ আমার অভ্যাস তবুও;
সবকিছুর একটা সীমা থাকা উচিত.....
কবি ও কবিতার কোনো সীমা নেই।।