: -চারু।
: -হুম বলো।  
: অনেক রাত তো হলো এবার ঘুমাও।  
: ঘুম আসছে না।
: আসছেনা কেন?
: জানিনা। তুমি একটা গল্প বলো দেখবে ঠিক ঘুমিয়ে যাবো।
: আচ্ছা বলছি। তুমি চোখ দুটো বন্ধ করো। করেছো?
: হুম।
: এবার মনকে স্থির করো। cooool....  মনে করো তুমি শহর ছেড়ে হাটতে হাটতে গ্রামের দিকে যাচ্ছো।
: হুম।
: তোমার সামনে একটা বিরাট বন।  তুমি বনের ভিতর দিয়ে যেতে যেতে গভীর অরণ্যে পৌছালে। চারিদিকে গাছপালায় ভর্তি। কোন জনমানব নেই। শুনশান অবস্থা। একেবারে শান্ত, নিরব।
: হুম। তারপর.....
: তুমি পাতা পড়ার শব্দ শুনতে পাচ্ছো। পাখির কলকাকলি, পানির কলকল ধ্বনি, প্রজাপতির পাখার শব্দ শুনতে পাচ্ছো?  
:  হুম।
:  তোমার পায়ের আওয়াজ পেয়ে একটা হরিণ দৌড়ে পালিয়ে গেল।
: ঈশ!!  হরিণটা অনেক সুন্দর দেখতে।
: হুম। তুমি হরিণের পিছনে ছুটছো। কিছুদুর গিয়ে তার হদিস পেলে না। তুমি যেখানটায় দাড়িয়ে আছো তার বাম পাশে চেয়ে দেখো কি সুন্দর ঝরনা। ঝরনার জল কোথা থেকে আসে জানো চারু?
:..........  (কোন শব্দ নেই,  ঘুমিয়ে পড়েছে)
: চারু। ঘুমিয়ে গেলে নাকি? আচ্ছা ঘুমাও। আমারও ঘুম পাচ্ছে। গুড নাইট।