সকল মৌনতা ভেঙে
এগিয়ে গেলাম প্রশস্ত জানালায়
তার বাহু বাড়িয়ে দিলো
আলিঙ্গনে সব একাকার।
ললাটে লেখা ছিলো এক আকাশ মৌনতা
হেরে গেলো আবেগের করাঘাতে
পরষ্পরের মুখোমুখি
নিঃশ্বাসের বাতাস আছড়ে পড়ে চুলে
আলিঙ্গনে সুখ অনুভূত
ভালোবাসা উত্তেজনায় প্রসারিত
এভাবেই চলুক পৃথিবী
চলতে চলতে হাপিয়ে উঠুক
আকাশ ভারি হোক
আনন্দের বর্ষণ
ক্লান্তিতে বিস্ময়
বেড়ে চলে কালরাত্রি....  
জীবিকার সন্ধানে থাকা ডাহুক
এদিক ওদিক ঘুরে
হাতের নিচে খুঁজতে থাকে ধান
ক্ষুধা নিবৃত হলে স্থান ত্যাগ করে।।