একটা পেস্ট কালারের বাড়ি,
ফিফ্থ ফ্লোর দক্ষিণ পাশ,
আমার ব্যালকনি থেকে দেখা যায় দুটো জানালা;
একটা স্লিপ রুমের অন্যটা কুকিং রুম,
কুকিং রুমের জানালার অর্ধেকটা খোলা
দুটো মেয়ে,
একটা একাদশ, অপরটা অষ্টম
বড়টা ফর্সা, লম্বা, দীঘল কেশী, অলস
ছোট মেয়ে শ্যামলা, মাঝারি, দীঘল কেশী, কর্মঠ, মায়াবী।।


সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্যলকনিতে যাওয়া হয়;
ওরা ব্যস্ত রান্নার কাজে,
রাতে অফিস থেকে ফিরে সিগারেট খেতে ব্যলকনিতে ;
ওরা ব্যস্ত রান্নার কাজে।।
শুনেছি বোনের বাসায় থাকে,
বড় বোন পুলিশ, জামাই ভুমি অফিসের কর্মকর্তা
দুটো বাচ্চা,
একটা ছেলে আর একটা মেয়ে,
ছেলে-মেয়ের দেখভাল, রান্না বান্না আর পড়ালেখা
ওদের নিত্যনৈমিত্তিক রুটিন।।


মেয়েদের জীবনটাই কি এমন?
জন্মের পর থেকে মৃত্যু অবধি কাজ আর কাজ!!
শৈশবে মায়ের কাজে সাহায্য
কৈশরে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করার কাজ
যৌবনে বিয়ে, সন্তান ধারণ, স্বামী সংসার, শ্বশুর শাশুড়ী
বৃদ্ধ বয়সে ছেলের বউয়ের আদর কিংবা অবহেলা!!
এ যেন বাস্তু-সংস্থানকে হার মানায়।।


এই মেয়েরাই আমার মা, বোন, স্ত্রী, মেয়ে ❤
আমরা কখনো সখনো মূল্যায়ন করি না....!
' কি কাজ তোমার সারাদিন?
রান্না করা আর থালাবাসন মাজা?
দু'ঘন্টার কাজ!
কিছু বলেনা! নেই অভিযোগ,
শুধু চুপ করে শুনে যায়
সহ্য করে,
বুকে পাথর চেপে সয়ে যায় স্বামীর নির্যাতন,  
আমার মা!!
তোমাকে খুব ভালোবাসি মা❤


০৬.০৬.২০২০ ইং
উত্তর শাহজানপুর, ঢাকা-১২১৯।