জীবন- জীবীকা, দেহ- মুখমণ্ডলী
ভালোবাসা- মায়া, অনুভূতি- আবেগ!!!
সৃষ্টিকর্তা একজনই...
পছন্দ- অপছন্দ প্রত্যেক ব্যক্তিগত
তবু যেন প্রয়োজন.........
পছন্দের গুরুত্ব শিখরে
আর অপছন্দের হৃদয় ভাঙ্গায়
দুটোই সম-গোত্রীয়
ভালোবাসার পূর্ণতা প্রাপ্তিতে
অপ্রাপ্তির পূর্ণতা অপছন্দে!!!
পাত্রের পূর্ণতা পছন্দে
প্রেমিক- প্রেমিকা আর পাত্র- পাত্রী এক নয়
যুগলদ্বয় বিপরীত ধর্মী
প্রেমিক মানেই পাত্র নয় …
পাত্র মানে সুঠামদেহী, বিত্তশালী, সুদর্শন,
উত্তম পুরুষ, গোফওয়ালা, জমিদার, শিক্ষিত
উল্লিখিত যেকোনো একটার অনুপস্থিতিতে
ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা !
আর পাত্রী মানে সুশ্রী …......
আজব পৃথিবী তার আজব নিয়ম,
মায়া বাড়িয়ে কোনো লাভ নেই!!


২৯.০৭.২০২০ ইং
আইবিবিএল, বাসাবো শাখা, ঢাকা-১২১৪