ইট পাথরের এই শহরে তুমি আমি
কত কাছাকাছি তবু কতটা নিঃস্বঙ্গ!!


আমাদের মাঝে কংক্রিটের এক সুবিশাল দেয়াল
একই শহরে তবু দেখা হয় না, কথা হয় না
ইচ্ছা করে আজ সোস্যাল মিডিয়াতেও আলাদা!
কথা হয় না, দেখা হয় না,
খোঁজও নেওয়া হয় না মাঝেমধ্যে
তবু মনে হয়,
কিছু একটা আছে আমাদের মধ্যে.... (ভালোবাসা)


দেয়ালের প্রতিটি কংক্রিটের নৈশব্দে তুমি আছো
জীবনের প্রতিটি নিঃস্বঙ্গতা তোমার
তুমিময় আমি, আমার প্রতিটি মুহূর্ত।
এই শহরের একপ্রান্তে মেঘ হলে
অপর প্রান্তে ঠিকই বৃষ্টি হয়...
তুমি জানো সবই!!!
শুধু দেয়ালের অজুহাতে তোমার এই অস্পৃশ্যতা ...!


তুমি আমি একই বলয়ে ঘুরছি
তবু দুজনই একা, নিঃশ্ব!
তুমি হয়তো একা নও,
আমার জানার ফাঁক ফোঁকর...!


আকাশপটে তাঁকিয়ে দেখো
কালো মেঘের দাপট,
মাঝে মাঝে বজ্রধ্বনি...
আকাশের অস্তিত্ব বিলীন করার ফন্দি..
কিন্তু সব টাই মেঘের অলীক ইচ্ছা।।
কেউ কাউকে বিলীন করতে পারে না
শুধু নিঃস্বঙ্গ করতে পারে.....
আজ আমি নিঃস্বঙ্গ!!


১৭.০৭.২০১৮
ঢাকা রোড, মাধবদী, নরসিংদী।।