সুখ, ওহে সুখ
তুমি এতো দুঃখী কেনো?  
এতো অভিযোগ কিসের?
কিসের এতো আত্ম অহংকার!


দেখো, তুমি বেঁচে আছো
নিঃশ্বাস চলছে এখনো ,
মস্তিষ্ক হিসাব কষে চলেছে দিনরাত,
আজও তোমার চোখ মুগ্ধতা অবলোকনে ব্যস্ত
এতো আয়োজন কম কীসে?


মৃত্যুপুরীতে তুমি একা নও
নোনাজলে ভাসছে হাজারো লাশ !
ঠিকানাহীন গন্তব্যে ছুটছে দিগ্বিদিক
তুমি ভাবছো, 'তুমি একা?'
সঙ্কীর্ণ জীবনের গন্ডিতে সবাই একা!


যুদ্ধে যে মারা যায় সে বেঁচে যায়
হাজারো গ্লানি আর অবহেলার কাছ থেকে!


অজ্ঞাত যাযাবর হবো আমি
সুখের কাব্য লিখবো,
চারুলতা কিংবা বনলতা
সবুজ ঘাসের বুকে এক চিলতে অশ্রু হবো!  


সুখ, ও আমার সুখ
তোমার এতো দুঃখ কেনো?