দুরের ঐ তারকাটি দেখো
যে জ্বলজ্বল করে জ্বলছে,
ও ই বলে দেবে আমার জীবনের গল্প
ও দেখেছে আমার ঘটে যাওয়া মুহূর্ত গুলো
ও আমার বন্ধু হয়,
ওর কাছেই আমি সব বলি অবলীলায়
ও আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে-
তুই ভুলে যা বন্ধু
মনে রাখিস না চোঁখের অশ্রুর কথা
কাউকে বুঝতে দিস না তুই ভালো নেই
কারন তো জানিস- মানুষ বড় নিষ্টুর
তোকে নিয়ে মজা করতে একবারও ভাববে না
ভাববে না, তুই জানলে তোর মন খারাপ হবে
আমার একটা বন্ধু আছে
তুই কি ওকে চিনিস?
আমি বললাম- কে ও?
ও বললো - অন্ধকার, তোকে একসময় ওর সাথে পরিচয় করিয়ে দেবো।
আমি বললাম- তোর আগে আমি অন্ধকারকে চিনি
ওর মাধ্যমেই তো তোর সাথে পরিচয়
তোর কাছে সবকথা বলার আগে ওকে বলি
অন্ধকার আমার প্রিয় বন্ধু
ও আমার রাজসাক্ষী।
তুই যখন না থাকিস তখনো ও থাকে
ও আমার জন্মান্তরের বন্ধু
তবে তোকেও আমি ভালোবাসি
তোকে দেখার জন্য প্রতিরাতে আমি অপেক্ষা করি
অন্ধকার বলে, আমরা আড্ডা দেই
ওর সময় হলে ও আসবে।
মাঝে মাঝে তুই আসিস না
মেঘ তোকে আসতে দেয় না।
তখন সব কথা হয় ওর সাথেই,
আর একটা কথা,
তুই যতই বলিস- ভুলে যা, ভুলে যা
তুইই বল ভুলে যাওয়া যায়?
আমি, আমি ভুলতে পারবো
তুই তো আমাকে চিনিস
আমি অত সহজে ভুলতে পারি না রে।।
তুই ভালো থাকিস
কাল আবার দেখা হবে প্রতিদিনের ন্যায়।।


--১১.০৩.২০১৮
হবিগঞ্জ, সিলেট