পত্নীর ধারাপাতে মহা আখ্যান বিরচিত
সে কি পাথার!
প্রবাহিণীর ন্যায় মুখবিবর আছড়ে
বেরিয়ে আসে হিল্লোল;
তবু লিখে যায় বসুমতি
সমীরে ভেসে আসে স্নিগ্ধতা!!
আমি অবাক লোচনে অবলোকন করি তার স্নিগ্ধ আঁখি,
প্রেমে উদ্বেলিত হয় ধানখেত
সাদা বকেরা উড়ে এসে বসে কঞ্চিতে
দোল খায় ধানের শীষ
শীতল পবনে রচিত হয় মহাকাব্য!
আমি পত্নীর অক্ষিতে সলিল ধারা চাইনে
শুধু তার ললাটে লেখা হোক সুখ, ভালোবাসা আর অমরাবতী।।


০৮.০১.২০২১ ইং
আইবিবিএল, বাসাবো শাখা, ঢাকা।